বুধবার, ২১ আগস্ট, ২০১৯, ০৬:৩৭:৫৬

দোকানে ঢুকে নিজেই চা বানিয়ে সবাইকে খাওয়ালেন মমতা ব্যানার্জী

দোকানে ঢুকে নিজেই চা বানিয়ে সবাইকে খাওয়ালেন মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের পর্যটন স্থান দিঘায় রয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার হাওড়ায় প্রশাসনিক বৈঠক সেরে দিঘা পৌঁছান মুখ্যমন্ত্রী। সেদিনই স্থানীয় গ্রামে গিয়ে সাধারণ মানুষের দাওয়ায় বসে আড্ডার মেজাজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। 

আর এদিন পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রীকে দেখা গেল ‘চাওয়ালা’ রূপে। এদিন দিঘা থেকে উদয়পুর যাওয়ার পথে আচমকাই সায়েন্স সিটির সামনে একটি চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করান তিনি। 

আর সেখানেই নিজে হাতে চা বানিয়ে সকলকে তা পান করান। এদিন মমতা বলেন, এবার পুজোয় মানুষ কাশ্মীরে বেড়াতে যাবে না। দিঘায় আসবে বেশি বেশি করে। এখন দিঘার যে ভাবে জনপ্রিয়তা বাড়ছে তাতে পর্যটকের সংখ্যাও বাড়ছে। 

তিনি বলেন, দিঘা হল অল্প পয়সায় মধ্যবিত্তের গোয়া। মানুষ এখানে আসে, স্নান করে, মজা করে, সমুদ্রের পাশে বসে, চলে যায়। আগে শুধু শনি-রবিতে ভিড় হত আর এখন উইক ডেজেও ভিড় হচ্ছে। অনেকে আগে থাকতে হোটেল বুকিং করে আসেন। অনেকেই আবার ‘ইমারজেন্সি’ হিসেবে দিঘা চলে আসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে