রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৫:২৩:৪২

যুদ্ধের ময়দান থেকে প্রেসিডেন্টের উদ্দেশ্যে চিঠি

যুদ্ধের ময়দান থেকে প্রেসিডেন্টের উদ্দেশ্যে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ জান রাসুলইয়ার তালেবানের সাথে যুদ্ধে ফেসবুকের শরণাপন্ন হয়েছেন। সেখানে গত দুদিনে তালেবানের হামলায় ৯০ জন সৈন্য মারা যাওয়ার পর তিনি ফেসবুকে প্রেসিডেন্ট আশরাফ গণিকে উদ্দেশ্য করে লিখেছেন- কিছু না করলে হেলমান্দ হাতছাড়া হয়ে যাবে। তিনি লিখেছেন, "ফেসবুকের মাধ্যমে এ ধরণের বার্তা দেওয়াটা সঠিক নয়, কিন্তু হেলমান্দ শত্রুদের হাতে চলে যেতে পারে। সহকর্মীরা প্রেসিডেন্টকে সঠিক চিত্রটি বলছেন না," এ জন্যই তিনি সরাসরি প্রেসিডেন্টের কাছে সরাসরি তার হস্তক্ষেপের জন্য আবেদন করছেন। তাড়াতাড়ি কিছু করুন। জীবণ-মরণ অবস্থা থেকে হেলমান্দকে বাঁচান। যারা আপনাকে বলছে, সবকিছু স্বাভাবিক আছে, তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিন।" আফগানিস্তানে কোনও আঞ্চলিক কর্মকর্তার কাছে থেকে ইন্টারনেটে সামাজিক মাধ্যম ব্যবহার করে এভাবে খোলাখুলি সরকার বা প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে কথা বলার কোনও নমুনা বিরল। ফেসবুকে এই বার্তায় স্পষ্টতই অস্বস্তিতে পড়েছে আফগান সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকী বিবিসিকে বলেছেন, মি রাসুলইয়ার হেলমান্দে যে প্রাণহানির কথা লিখেছেন, সে ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করা হবে। সূত্র: বিবিসি ২০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে