বুধবার, ২১ আগস্ট, ২০১৯, ০৯:২৮:৩৬

এবার পার্লামেন্টে এমপিপুত্রকে কোলে নিয়ে ফিডারে দুধ পান করালেন স্পিকার

এবার পার্লামেন্টে এমপিপুত্রকে কোলে নিয়ে ফিডারে দুধ পান করালেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক্ : সম্প্রতি পার্লামেন্টে বক্তব্য দিচ্ছিলেন এক এমপি, আর তার নবজাতককে কোলে নিয়ে ফিডারে দুধ পান করাচ্ছিলেন স্পিকার। এ ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডের প্রতিনিধি পরিষদ কক্ষে।

এ ব্যাপারে বিবিসি জানায়, স্পিকার ট্রেভর ম্যালার্ড নিজেই এক টুইটার বার্তায় সেই ছবি প্রকাশ করেন। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়ে পড়ে।

জানা যায়, শিশুটির বাবা হচ্ছেন দেশটির লেবার পার্টির এমপি টামাটি কফি। জুলাই মাসে প্রেমিকার গর্ভে তার এ শিশু জন্মগ্রহণ করে।

পিতৃত্বকালীন ছুটি শেষে আজ বুধবার পার্লামেন্টে ফেরেন কফি। তার সঙ্গে ছিল শিশু টুটানেকাই স্মিথ কফিও। এদিন পার্লামেন্টে এক বিতর্কে অংশ নেন কফি।

এ সময় এই লেবার এমপি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তার শিশুর দায়িত্ব নিয়ে নেন স্পিকার ট্রেভর। নিজের আসনে বসেই ফিডার বোতলে করে দুধ খাওয়ান শিশুটিকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে