বুধবার, ২১ আগস্ট, ২০১৯, ১০:২৯:৪১

মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চীনের কাছে পরাজিত হবে আমেরিকা

মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চীনের কাছে পরাজিত হবে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক শক্তিতে এশিয়ার শ্রেষ্ঠত্বতা দাবি করে নিজেদের তুলনায় যুক্তরাষ্ট্র  অনেকটায় পিছিয়ে রয়েছে বলে জানিয়েছে চীন। যদি চীনের সঙ্গে আমেরিকার যু'দ্ধ হয়, তবে বড় রকমের বি'পদে পড়ে যাবে আমেরিকা। 

মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চীনের কাছে প'রাজিত হওয়ার সম্ভাবনা আছে আমেরিকার। সামরিক শক্তিতে মহাপ্রাচীরের দেশটির ক্রমবর্ধমান অগ্রগতি এশিয়াতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দিয়েছে।

গত ২০ আগস্ট সংবাদটি প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের ইউনাইটেড স্টেটস স্টাডি সেন্টারের সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, চীনের সামরিক ঘাঁ'টিগুলোতে যেসব ক্ষে'পণা'স্ত্র রয়েছে তা এশিয়াতে যুক্তরাষ্ট্রের ঘাঁ'টিগুলোকে কয়েক ঘণ্টার মধ্যে ঘা'য়েল করতে পারবে।

চীনের সা'মরিক শক্তি, বিশেষ করে ক্ষে'পণা'স্ত্র প্রযুক্তিতে দেশটির অগ্রগতি যুক্তরাষ্ট্র ও তার এশীয় বন্ধুরাষ্ট্রগুলোর তুলনায় অনেক বেশি। ইউনাইটেড স্টেটস স্টাডি সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রাধান্যকে টেক্কা দিতে চীন উন্নত প্রযুক্তিসম্পন্ন একগুচ্ছ ক্ষে'পণা'স্ত্র তাক করে রেখেছে।

এতে আরো বলা হয়, পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক স্থাপনা রয়েছে সেগুলো চীনের উচ্চ প্রযুক্তিসম্পন্ন ক্ষে'পণা'স্ত্রের আ'ঘা'তে অকার্যকর হয়ে যেতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে