আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হেলিকপ্টার বি'ধ্বস্ত হয়ে তিনজনের মৃ'ত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটেছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, সকালে রাজ্যের উত্তরকাশি এলাকায় বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা লাগার পর হেলিকপ্টারটি বি'ধ্বস্ত হয়।
হেলিকপ্টারটি উত্তরাখণ্ড রাজ্যের বন্যাকবলিত এলাকায় ত্রাণ দিয়ে ফিরছিল। কিন্তু একটি বৈদ্যুতিক তারে কপ্টারটি আটকে বি'ধ্বস্ত হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃ'ত্যু হয়।
উত্তরখাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা দেবেন্দ্র পাটওয়াল বার্তাসংস্থা পিটিআইকে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে মোলদিতে হেলিকপ্টারটি বি'ধ্বস্ত হয়। সূত্র : এনডিটিভি।