আন্তর্জাতিক ডেস্ক : ভারত সরকার সম্প্রতি জম্মু ও কাশ্মীরকে বিশেষ সুবিধা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সেখানে এক ‘ভ'য়ংকর’ অবস্থা বিরাজ করছে। তবে কাশ্মীরের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাজ্যকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
গতকাল বুধবার এক টুইট বার্তায় কাশ্মীরে মুসলমানদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে খামেনি বলেন, ‘ইরান প্রত্যাশা করে কাশ্মীরের জনগণের প্রতি ন্যায়বিচারের নীতিই গ্রহণ করবে ভারত। ’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, খামেনি টুইট বার্তায় বলেছেন, ‘আমরা কাশ্মীরে মুসলমানদের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা আশা করছি, ভারত সরকার কাশ্মীরের জনগণের কথা ভাববে। সেখানে মুসলমানদের ওপর অ'ত্যাচার-নি'র্যাতন প্রতিরোধ করবে।’
তবে কাশ্মীরের বর্তমান পরিস্থিতির জন্য ব্রিটিশদের দায়ী করে টুইট বার্তায় খামেনি বলেন, ‘কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এবং এটি নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধের জন্য দায়ী ব্রিটিশরা। উপমহাদেশ ত্যাগ করার সময় ইচ্ছাকৃতভাবে কাশ্মীর ইস্যুতে দ্বন্দ্ব জিইয়ে রেখেছে তারা। ’