শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯, ০৪:০৩:৪৫

স্কুলের খাবারের টাকা মেরে কেবল রুটি লবণ খেতে দিচ্ছে শিক্ষার্থীদের

স্কুলের খাবারের টাকা মেরে কেবল রুটি লবণ খেতে দিচ্ছে শিক্ষার্থীদের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের দুপুরের খাবারের (মিড ডে মিল) টাকা মেরে কেবল রুটি ও লবণ খেতে দিচ্ছে কর্তৃপক্ষ। পুষ্টি প্রকল্পের আওতায় একাধিক স্কুলে এই লুটপাট হচ্ছে বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। অথচ বরাদ্দ অনুসারে শিক্ষার্থীদের রুটি, পুষ্টিকর সবজি, ও ভাত দেবার কথা।

সরকারি এই প্রকল্পটির লক্ষ্য ছিল যেসব দরিদ্র পরিবারের শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে তাদের পুষ্টি চাহিদা পূরণ করা। সে জন্য সরকারি স্কুলের প্রায় ১০০ জন প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় মির্জাপুর নামের সেখানকার একটি স্কুলে শিশুরা মেঝেতে বসে কেবল লবণ দিয়ে রুটি খাচ্ছে। শিশুদের অভিভাবক সাংবাদিকদের জানিয়েছে, পুষ্টি প্রকল্পের আওতায় শিশুদের খাবারের জন্য স্কুলে ভর্তি করা হলেও এখানে কখনও রুটি লবন কখনও ভাত লবন দেয়া হয়।

এই বিষয়ে মির্জাপুরের শীর্ষ সরকারি কর্মকর্তা অনুরাগ প্যাটেল এনডিটিভিকে জানান, আমি তদন্ত চালিয়েছি এবং ঘটনাটি সত্য বলে প্রমাণিত হয়েছে।
এ ঘটনার সাথে স্কুলের দায়িত্বে থাকা শিক্ষক এবং গ্রাম পঞ্চায়েত জড়িত বলে আমরা প্রমাণ পেয়েছি। দু’জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে