শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯, ০৫:১৫:৫৯

ভারতে এবার রাস্তার কুকুরকে ধ'র্ষণ

ভারতে এবার রাস্তার কুকুরকে ধ'র্ষণ

আন্তর্জাতিক ডেস্ক : রাস্তার একটি কুকুরকে ধ'র্ষণের অভিযোগে বি'কৃ'তকাম এক ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের খারাগরে। নবী মুম্বাই ও পনভেল থানার পুলিশে যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। 

পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (PETA-পেটা) ইন্ডিয়ার সহযোগিতায় বিজয় রাঙ্গারে নামে এক পশুপ্রেমী ধ'র্ষণের অভিযোগ জানিয়ে স্থানীয় থানায় এফআইআর দায়ের করেন। এরপরই পুলিশ এই পদক্ষেপ নেয়।

পেটা'র দাবি, অভিযুক্ত রিপিট অফেন্ডার। অতীতেও তার বিরুদ্ধে একাধিকবার পথকুকুরদের যৌ'ন নিগ্রহ করার অভিযোগ উঠেছে। এফআইআর দায়ের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ (মানুষের দ্বারা পশুধ'র্ষণ) ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। পেটার অভিমত, আদালত এই ব্যক্তিকে সাজা না দিয়ে ছেড়ে দিলে আগামী দিনে সে একইভাবে মেয়েদেরও ধ'র্ষণ করতে পারে। সূত্র: পেটাইন্ডিয়া, এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে