শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯, ০৮:০৬:৩৯

পাহাড়ে ৪ ঘণ্টা কাধে বয়ে গর্ভবতী মাকে হাসপাতালে ভর্তি

পাহাড়ে ৪ ঘণ্টা কাধে বয়ে গর্ভবতী মাকে হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক : মৃ'ত মানুষের মতো স্ট্রেচারে রীতিমতো প্যাক করে ৪ ঘন্টা কাধে বয়ে গর্ভবতী মাকে হাসপাতালে ভর্তি করা হল। হারহিম করা এই ছবি বক্সা পাহাড়ের। 

আদমা থেকে এভাবেই প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্য কাধে বয়ে এক মাকে নামানো হল সমতলের হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার কালচিনির আদমা গ্রামে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০ আগষ্ট একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মা। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোষ্ট করেন জেলার উপ মুখ্য স্বাস্থ্য কর্তা। মুহূর্তে ভাইরাল! 

বক্সা ফোর্ট থেকে আরো ৩ কিলোমিটার উপরে লেপচাখা গ্রাম। দুইশত দ্রুকপা মানুষের বসবাস। তারপর আসে চুনাভাটি, সবশেষে আদমা গ্রাম। আদমা থেকে খাড়াই পথে নামলে অবশ্য কালচিনি ব্লকের আরেক প্রান্ত রায়মাটাং পৌঁছানো যায়, তবে সে পথ বি'প'দসঙ্কূল।

গত ২০ আগস্ট এই আদমা গ্রাম থেকে দেমকান দুকপা নামের এক প্রসূতি মায়ের প্রসব বেদনা উঠলে তাকে চারঘন্টা ট্রেক করে উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে