শনিবার, ২৪ আগস্ট, ২০১৯, ০১:২৬:৫৪

শরীরের পোশাক খোলার হুমকি তরুণীর, বেগতিক দেখে ফিরে গেল পুলিশ!

শরীরের পোশাক খোলার হুমকি তরুণীর, বেগতিক দেখে ফিরে গেল পুলিশ!

আন্তর্জাতিক ডেস্ক : রাস্তায় বেপরোয়াভাবে গাড়িয়ে চালিয়ে কয়েকটি গাড়ি ভেঙে ফেলেন এক তরুণী। পরে ওই তরুণীর বাড়িতে হাজির হয় পুলিশ। কিন্তু পুলিশ দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠেন ওই তরুণী। 

একপর্যায়ে নিজের জামাকাপড় খুলে ফেলারও হুমকি দিতে থাকেন। সেই সঙ্গে অসংলগ্ন আর অশালীন কর্থাবার্তাও বলতে থাকেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে।

ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে। জানা গেছে, পুনের ড্রানকেন স্টেটে তিনটি প্রাইভেট কার, কয়েকটি অটোতে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করেন ওই তরুণী। সেই ঘটনার ভিডিও রয়েছে।

পরে ওই তরুণীর বাড়িতে হাজির হয় পুলিশ। স্বল্প বসনা অবস্থায় তরুণী বাড়ির বাইরে এসে উদ্ধতভাবে কথা বলা শুরু করেন। এরপর অভিযোগ তোলেন, পুলিশ তাকে যৌ'ন হয়'রা'নিমূলক কথা বলেছে। একপর্যায়ে নিজের জামাকাপড় শরীর থেকে খুলে ফেলার হুমকি দিতে থাকেন। 

এমনকি খুলে ফেলার জন্য জামাকাপড়ে হালকা টানও দেন। পরিস্থিতি বেগতিক দেখে ওই তরুণীর বাড়ির থেকে ফিরে যায় পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে