আন্তর্জাতিক ডেস্ক :আবারও মিয়ানমারের সেনাবাহিনীর কয়েকশ পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। ভুয়া পরিচয় ব্যবহার করে সন্দেহজনক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে সেনাবাহিনীর পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক।
ফেসবুক কর্তৃপক্ষ এ নিয়ে চতুর্থবারের মতো মিয়ানমারের বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিল। গত বুধবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমারে ১০৭টি পেইজ, ১৫টি গ্রুপ, ৮৯টি অ্যাকাউন্ট এবং ৫টি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
মিয়ানমারের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। দেশটিতে ফেসবুকে রোহিঙ্গাদের বিরুদ্ধে উ'সকা'নি মূলক পোস্ট দিয়ে বিগত কয়েক বছর ধরে উ'ত্তেজনা সৃষ্টি করা হয়েছে। এর জেরে গত বছর রোহিঙ্গাদের ওপর চ'রম নি'র্যাতন নেমে আসে।
এছাড়া সেসময় দেশটির সেনা বাহিনী রোহিঙ্গাদের ওপর চ'রম অ'ত্যাচার চালায়। দেশটির ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে এখন বাংলাদেশে অবস্থান করছে। মিয়ানমারের এমন কর্মকাণ্ডকে জ'ঘন্য বলে আখ্যায়িত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।