শনিবার, ২৪ আগস্ট, ২০১৯, ০২:৪৫:১৩

সৌদি আরবের বিমান ঘাঁটিতে একযোগে হা'মলা

সৌদি আরবের বিমান ঘাঁটিতে একযোগে হা'মলা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের সেনাবাহিনীর ড্রোন ইউনিট আজও সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে হা'মলা চালিয়েছে। আজকের হা'মলায় একাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ শনিবার সকালে টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, খামিস মাশিত এলাকার কিং খালিদ বিমান ঘাঁটিতে একাধিক ড্রোনের সাহায্যে একযোগে হা'মলা হয়েছে এবং এর ফলে আগ্রাসী বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 ইয়াহিয়া সারি আরো জানিয়েছেন, আজকের হা'মলায় বিমান ঘাঁটির হ্যাঙ্গার এবং উড্ডয়ন স্থলের ক্ষতি হয়েছে।হা'মলার পরপরই সৌদি আরবের জেদ্দা ও আবহা বিমানবন্দর থেকে কিং খালিদ বিমানঘাঁটি অভিমুখী দু’টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়। তিনি বলেছেন, ইয়েমেনের নিরপরাধ জনগনের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী জোটের অব্যাহত হাম'লার প্রতিশোধ নিতেই আজও ড্রোন হা'মলা চালানো হয়েছে। সূত্র : পার্সটুডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে