আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগে বিজেপির বর্ষিয়ান নেতা ও ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা যান। এবার ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলির বিদায়। শনিবার দুপুর ১২টা ৭ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেটলি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬। অরুণ জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীসহ আরও অনেকে।
রবিবার অরুণ জেটলির শে'ষকৃ'ত্য সম্পন্ন করা হবে। নিগমবোধ ঘাটে রবিবার বিকালে জেটলির শে'ষ'কৃত্য করা হবে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। এইমস হাসপাতাল থেকে ম'রদেহ নিয়ে যাওয়া হবে জেটলির বাসভবনে কৈলাশ কলোনিতে।
রবিবার সকালে জেটলির ম'রদেহ নিয়ে যাওয়া হবে বিজেপি সদর দফতরে। সেখানে জেটলিকে শেষশ্রদ্ধা জানানো যাবে। বিজেপি কার্যালয় থেকে জেটলির মরদেহ নিয়ে যাওয়া হবে নিগমবোধ ঘাটে।
উল্লেখ্য, গত ৯ অগাস্ট থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এইমসে চিকিৎসাধীন ছিলেন জেটলি। এর আগে গত মে মাসেও এইমসে চিকিৎসাধীন ছিলেন জেটলি। ২০১৮ সালের ১৪ মে বিদেশে কিডনি প্রতিস্থাপন হয় জেটলির।
সে সময় শারীরিক অসুস্থতার জেরে জেটলির অর্থ মন্ত্রনালয়ের দায়িত্ব নেন পীযূষ গোয়েল। কেন্দ্রীয় বাজেটও পেশ করতে পারেননি জেটলি। তার পরিবর্তে বাজেট পেশ করেন পীযূষ গোয়েল।
এদিকে, অরুণ জেটলির প্রয়াণে শো'কস্ত'ব্ধ ভারতের ক্রিকেট মহল। দিল্লির আকাশ চোপড়া, শেখর ধাওয়ান, বীরেন্দ্র শেওয়াগ, গৌতম গাম্ভীররা তো বটেই কাইফ, লক্ষ্মণের মতো দেশের অন্যপ্রান্তের ক্রিকেটাররাও অরুণ জেটলির প্রয়াণ শোকপ্রকাশ করেছেন।