রবিবার, ২৫ আগস্ট, ২০১৯, ০৬:৩৩:২৩

ইতিহাসে নাম লেখালো কাশ্মীর, এই প্রথম সরকারি ভবনে উড়লো পতাকা

ইতিহাসে নাম লেখালো কাশ্মীর, এই প্রথম সরকারি ভবনে উড়লো পতাকা

আন্তর্জাতিক ডেস্ক : ৫ অগাস্ট প্রত্যাহার করা হয়েছে ৩৭০ ধারা, আজ ২৫ অগাস্ট, রাজ্যের সচিবালয় থেকে সরিয়ে নেওয়া হল কাশ্মীরের পতাকা। কাশ্মীর সচিবালয়ে উড়ল ভারতের জাতীয় পতাকা।

স্বাধীনতার পর থেকে যে পৃথক মর্যাদা দেওয়া হয়েছিল কাশ্মীরকে, সেই মর্যাদা সম্বলিত ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কাশ্মীর এখন ভারতের মানচিত্রে একটি কেন্দ্রশাসিত অঞ্চল ও সেই কারণে এখন থেকে রাজ্য সচিবালয়ে শুধুমাত্র জাতীয় পতাকাই থাকবে।

এর আগে জাতীয় পতাকা ছাড়াও কাশ্মীরের নিজস্ব একটি পতাকা ছিল। লাল রঙের উপর তিনটি লাইনের মাধ্যমে জম্মু, কাশ্মীর ও লাদাখ এই তিনটি অঞ্চলকে বোঝানো হত। ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম কাশ্মীরের সরকারি ভবনগুলি থেকে সরিয়ে দেওয়া হল জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকা৷ তার বদলে সেখানে উড়ল ভারতীয় পতাকা৷ 

এই পতাকার মাধ্যমে কাশ্মীরের পৃথক মর্যাদা গণ্য হত। ১৯৫২ সালে রাজ্যে বিধানসংসদ এটিকে সরকারি স্বীকৃতি দেয়। ৩৭০ ধারা প্রত্যাহার করার ফলে জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে । এই সিদ্ধান্তের পর থেকেই কার্যত স্তব্ধ কাশ্মীর উপত্যকা। 

ইতোমধ্যেই জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকাগুলি সরিয়ে ফেলা হয়েছে৷ গত সপ্তাহ পর্যন্ত এই পতাকাগুলি আটকানো ছিল৷ রবিবারই কাশ্মীরের পতাকাগুলি খুলে ফেলার সিদ্ধান্ত নেয় সরকার৷ জম্মু কাশ্মীরের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার থেকে কাশ্মীরের সরকারি ভবনগুলিতে ভারতের জাতীয় পতাকাই দেখা যাবে৷ অন্য কোনও পতাকা নয়৷

আগেই জানা গিয়েছিল সাংবিধানিক আইনের বলে আলাদা পতাকা নিয়ে এতদিন কাটিয়েছেন এলওসি-এর দুই পারের কাশ্মীরিরা৷ সাংবিধানিক আইনটি প্রত্যাহার করায় অবস্থার পরিবর্তন হয় জম্মু-কাশ্মীরে৷ সেই সঙ্গে আর বিশেষ পতাকা রইল না। যে পতাকা এতদিন ভারতের জাতীয় পতাকার সমান মর্যাদা পেত। তবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পৃথক পতাকা থেকে গিয়েছে নিজের জায়গাতেই৷

ঐতিহাসিক তথ্যে জানা যায়, ভারত-পাকিস্তান স্বাধীন হওয়ার পরই দুই দেশের মধ্যে পড়ে তৎকালীন রাজন্য এলাকা কাশ্মীর। পরে পাকিস্তানের হামলা থেকে নিজেদের বাঁচাতে কাশ্মীরের রাজা সরাসরি ভারতের অন্তর্ভুক্তিতে সায় দেন। তখন সর্দার বল্লভ ভাই প্যাটেলে নির্দেশে ভারতীয় সেনার প্রতি আক্রমণে হটে গিয়েছিল পাকিস্তান হামলাকারীরা। 

আন্তর্জাতিক হস্তক্ষেপে তৈরি হয় নিয়ন্ত্রণ রেখা। অন্তর্ভুক্তি চুক্তির সঙ্গেই কাশ্মীরের তরফে পৃথক পতাকা রাখার বিষয়টিও স্থান পায়৷ ১৯৫২ সাল থেকে জম্মু-কাশ্মীর সরকার আলাদা পতাকার অধিকারী হয়েছিল৷ সরকারি পদক্ষেপে বিধানসভা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হয় জম্মু-কাশ্মীর।

আর বিধানসভা ব্যতিরেকে কেন্দ্র নিয়ন্ত্রিত এলাকা হয় লাদাখ। জনগোষ্ঠী ও ধর্মের ভিত্তিতে জম্মু হল হিন্দু-শিখ প্রধান, কাশ্মীর মুসলিম এবং লাদাখ বৌদ্ধ প্রধান এলাকা৷ তারপরেই সিদ্ধান্ত হয় এবার কাশ্মীরের মাটিতে উড়বে ভারতের জাতীয় পতাকা৷ স্বাধীনতা ৭৩ বছর পর ইতিহাসে নাম লেখালো কাশ্মীর, এই প্রথম সেখানকার সরকারি ভবনে উড়লো ভারতীয় জাতীয় পতাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে