সোমবার, ২৬ আগস্ট, ২০১৯, ১২:৪৪:৩৩

মধ্য আকাশে হেলিকপ্টার-উড়োজাহাজ সং'ঘর্ষ

মধ্য আকাশে হেলিকপ্টার-উড়োজাহাজ সং'ঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : স্পেন উপকূলের পর্যটন শহর ইনকার কাছে মধ্য আকাশে হেলিকপ্টার ও ছোট উড়োজাহাজের সংঘ'র্ষে ৭ জন নি'হত হয়েছে। দেশটির মালোরকা দ্বীপের ওপর এ সংঘ'র্ষের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সিএনএন জানিয়েছে, নিহ'তদের মধ্যে ৫ জন ছিলেন হেলিকপ্টারে। তাদের ২ জনই শিশু। বাকি ২ জন ছিলেন উড়োজাহাজের আরোহী।

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল বেলিয়ারিক দ্বীপপুঞ্জ সরকার এক টুইটবার্তায় জানায়, স্থানীয় সময় রোববার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে সং'ঘর্ষটি হয়। মালোরকা বেলিয়ারিকের সবচেয়ে বড় দ্বীপ।

জার্মান হেলিকপ্টার কোম্পানি রোটরফ্লাগ তাদের একটি হেলিকপ্টার সেখানে বি'ধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। সংঘ'র্ষের কারণ এখনো পরিষ্কার নয় বলে এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে