আন্তর্জাতিক ডেস্ক : খাগড়াখড় বি'স্ফো'রণের মূল আসামী কাওসারকে জেল থেকে ছিনিয়ে আনার পরিকল্পনা। সেই পরিকল্পনার মাথা ইজাজ আহমেদকে বিহারের গয়া থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ।
ভারতে জামাত-এ-মুজাহিদিন বাংলাদেশের প্রধান ইজাজ আহমেদ পশ্চিমবঙ্গের বীরভূমের পাড়ুইয়ের বাসিন্দা। তার কাছে মিলেছে স্যাটেলাইট ফোন, ল্যাপটপ ও বিভিন্ন রাজ্যের ম্যাপ। খাগড়াখড় বি'স্ফো'রণের মূল আসামী কাওসারকে মুক্ত করার পরিকল্পনা করছে জামাত-ই- মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি। আর সেই ভার ছিল ভারতে সংগঠনের প্রধান ইজাজ আহমেদের ওপর।
এসটিএফের অভিযানে গয়ায় গ্রেফতার হয় ইজাজ। তার থেকে মিলেছে স্যাটেলাইট ফোন, বেশ কয়েকটি স্মার্টফোন, ল্যাপটপ ও ম্যাপ সহ প্রচুর নথি। ইজাজকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করবে এসটিএফ। এক বছর আগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার হয় কাওসার। তারপরই ভারতে জেএমবি'র প্রধান হিসাবে জায়গা করে নেয় ইজাজ।
এসটিএফ সূত্রে খবর, ২০০৮ সালে জেএমবিতে যোগ দেয় ইজাজ। বেশ কয়েকবার বাংলাদেশে প্রশিক্ষণ নেয়। দক্ষিণ ভারতে সংগঠন ছড়ানোর দায়িত্ব পায়। জেএমবির প্রধান সালাউদ্দিন সালের ঘনিষ্ঠ হয়ে ওঠে ইজাজ। কাওসারের সঙ্গে প্রবল বিরোধ শুরু হয়। তবে কাওসার গ্রেফতার হওয়ার পর পরিস্থিতি বদলায়।
যে ভাবে হোক কাওসারকে ছাড়াতে হবে, জেএমবি প্রধান সালাউদ্দিনের এই নির্দেশের পর সেই পরিকল্পনা তৈরি করতে গয়ায় ঘাঁটি গড়েন ইজাজ। সেখানে ফেরিওয়ালা হিসাবে কাজ করতেন ইজাজ৷ ডা'কা'তি করে টাকা জোগাড়ের পরিকল্পনা করেছিলেন৷ জেএমবির ভারতীয় শাখার প্রধান ইজাজ বীরভূমের ছেলে। সূত্র : নিউজ-১৮