আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যু থেকে মুখ ফিরিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ জানিয়ে দিলেন, কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক৷ ভারত ও পাকিস্তান নিজেরাই আলোচনা করে সমস্যা সমাধান করতে পারবে৷
ফ্রান্সে জি-৭ সামিটের ফাঁকে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আলাদা বৈঠক হয়৷ ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও মূলত কাশ্মীর নিয়ে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের৷
ট্রাম্পের এই বক্তব্যকে ভারতের জয় হিসেবেই দেখছে বিশেষজ্ঞ মহল৷ কারণ, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছে পাকিস্তান৷ এ হেন পরিস্থিতিতে, পাকিস্তানের চেষ্টায় কার্যত পানি ঢাললেন ট্রাম্প৷
কাশ্মীর প্রসঙ্গে ট্রাম্পের পাশে বসে মোদি বললেন, 'ভারত ও পাকিস্তানের একাধিক দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে৷ পাকিস্তানে নির্বাচনের পরে আমি ইমরান খানকে ফোন করেছিলাম৷ বলেছিলাম, আমাদের দুই দেশকেই দারিদ্র, স্বাস্থ্য সমস্যা, শিক্ষা-সহ নানা সমস্যার বিরুদ্ধে লড়াই করতে হয়৷ আমরা দুই দেশ একসঙ্গে মিলে এই সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করব৷
তিনি বলেন, কাশ্মীর দ্বিপাক্ষিক সমস্যা৷ পাকিস্তানের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে৷ যেহেতু কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু তাই আমরা আর অন্য কোনও দেশকে বিরক্ত করতে চাই না৷'
ট্রাম্প বলেন, 'কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ আমি নিশ্চিত, ভারত ও পাকিস্তান নিজেরাই সমস্যা মিটিয়ে ফেলবে৷ মোদি কথা বলবেন পাকিস্তানের সঙ্গে৷ উনি কিছু একটা ভালোই করবেন৷' সূত্র : এএনআই