সোমবার, ২৬ আগস্ট, ২০১৯, ০৭:৪৫:০১

শেষপর্যন্ত সম্পর্কটা ভেঙেই গেল ইলিয়ানার

শেষপর্যন্ত সম্পর্কটা ভেঙেই গেল ইলিয়ানার

বিনোদন ডেস্ক : তারকা ইলিয়ানা ডি ক্রুজ সেই হাতে গোনা তারকাদের একজন, যিনি ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই আলোচিত হয়েছেন। ‘বরফি’ (২০১২), ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ (২০১৩), ‘রুস্তম’ (২০১৬)-এর মতো বলিউডের জনপ্রিয় ও ব্যবসা সফল ছবিতে অভিনয়ের পরও অভিনয় ছাড়া তাঁকে নিয়ে লেখালেখি হয়েছে কম।

নিজের প্রেম নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেননি কখনো। কিন্তু অস্ট্রেলিয়ার বন্ধু অ্যান্ড্রু নিবোনের সঙ্গে ফিজি দ্বীপে নিরিবিলি সময় কাটানোর ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এটা সেই ২০১৭ সালের জুন মাসের ঘটনা।

এবার ২০১৯ সালে এসে দেখা গেল, সেই সামাজিক যোগাযোগমাধ্যমেই ইলিয়ানা ডি ক্রুজ ও অ্যান্ড্রু নিবোন পরস্পর পরস্পরকে ‘আনফলো’ করে দিয়েছেন। এমনকি বন্ধু অ্যান্ড্রু নিবোনের সঙ্গে ইলিয়ানা যে ছবিগুলো পোস্ট করেছিলেন, সেগুলোও ডিলিট করে দিয়েছেন। এভাবেই নিজের জীবন থেকেও অ্যান্ড্রু নিবোনকে মুছে ফেললেন ইলিয়ানা।

এই জুটি কয়েক বছর ধরেই প্রেম করছিলেন। তারা একসঙ্গেই থাকতেন। এমনকি ইলিয়ানা ইনস্টাগ্রামে একটা পোস্ট ট্যাগ করার সময় অ্যান্ড্রু নিবোনকে ‘হাবি’ বলেও সম্বোধন করেছেন। তখন তাদের বিয়ের গুঞ্জন উঠেছিল। ইলিয়ানা তখন বলেছিলেন, ‘এসবে কিছু আসে–যায় না।’ 

২০১৮ সালে তাদের বৈবাহিক অবস্থা জানতে চাওয়া হয়। তিনি বলেছিলেন, ‘আমি জানি না এর উত্তরে কী বলব। আপনারা যা দেখছেন, সেটাই সত্যি। আমি পেশাজীবন ও ব্যক্তিজীবনে সুখী আছি। আর এটাই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না, এর বেশি কিছু বলার আছে।’

অর্থাৎ বিয়ের প্রশ্নে ‘না’ বলেননি ইলিয়ানা। তবে বিয়ে হোক বা না হোক, সম্পর্ক তো ছিল। সেই সম্পর্কের ইতি টেনেছেন। ইলিয়ানা ডি ক্রুজকে সর্বশেষ দেখা গেছে অজয় দেবগনের বিপরীতে, ‘রেইড’ (২০১৮) ছবিতে। এরপর তাকে দেখা যাবে ‘পাগলপান্তি’ ছবিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে