আন্তর্জাতিক ডেস্ক : গত রবিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে শহরতলি এলাকায় হা'মলা চালায় দু’টি ইস'রায়েলি ড্রো'ন। ঘনবসতিপূর্ণ এলাকায় হা'মলার জেরে নি'হত হন দু’জন হিযবু'ল্লাহর সদস্য। আর সেই ঘটনাতেই উ'ত্তেজনা বাড়ছে। এরই প্রেক্ষিতে শিয়া মুসলিমপ'ন্থী সংগঠন ইসরায়েলে আজ রাত থেকেই ভ'য়াবহ হা'মলা চালানোর হু'মকি দিয়েছে। সংগঠনটির প্রধান হাসান নাসরাল্লার সেই হ'ত্যার প্র'তিশোধ নেওয়ার হুঁ'শিয়া'রি দিয়েছেন।
স্থানীয় সময় সোমবার একটি টেলিভিশন বার্তায় হুঁ'শিয়ারির সুরে তিনি বলেন, সীমান্ত এলাকায় থাকা ইসরায়েলি সেনাদের বলব, আজ রাত থেকে তোমরা প্র'স্তুত থেকো। আমাদের জন্য অপেক্ষা করো। ২০০৬ সালে হি'যবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যু'দ্ধের পর এই প্রথম এমন শ'ত্রুভাবাপন্ন আ'চরণ। এটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বি'রোধী। ইসরায়েলি বিমান আসবে আর লেবাননের ওপর হা'মলা চালিয়ে চলে যাবে এমন দিন আর নেই।
এদিকে লেবাননের আকাশসীমা ল'ঙ্ঘন ও ঘনবসতিপূর্ণ এলাকায় হা'মলার অভিযোগ নিয়ে মন্তব্য করতে রাজি নয় ইসরায়েলি প্রশাসন। এই ঘটনার তী'ব্র বি'রোধিতা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। এমন ঘটনা ওই এলাকার স্থিতা'বস্থা বজায় রাখার ক্ষেত্রে বি'পজ্জনক হযে ওঠবে বলে মন্তব্য করেছেন তিনি।
পরিস্থিতি বে'গতিক দেখে টনক নড়েছে আন্তর্জাতিক মহলেরও। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ওই এলাকায় উ'ত্তেজনা কমানোর ব্যাপারে জোর দিতে বলেছেন তিনি।