মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯, ১২:১১:৩৮

সৌদি আরবে পরপর ১০টি ক্ষে'পণাস্ত্র হা'মলা

সৌদি আরবে পরপর ১০টি ক্ষে'পণাস্ত্র হা'মলা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জিজান বিমানবন্দরে রবিবার ক্ষে'পণাস্ত্র হা'মলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। বিদ্রোহীদের পক্ষ থেকে পরপর ১০টি ক্ষে'পণাস্ত্র হা'মলার কথা নিশ্চিত করা হয়েছে। তবে সৌদি সামরিক জোটের দাবি, তারা ছয়টি ক্ষে'পণাস্ত্র ধ্বং'স করতে সক্ষম হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই।
 
হুথি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে স্বল্পপাল্লার ১০টি ব্যালাস্টিক ক্ষে'পণাস্ত্র নি'ক্ষেপ করা হয়েছে। এতে ডজনখানেক হ'তাহ'তের ঘটনা ঘটেছে। রিয়াদ যদি ইয়েমেনে তার ব'র্বর আ'গ্রাসন অব্যাহত রাখে তাহলে ভবিষ্যতে আরও কঠিন জবাব দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে