মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯, ০২:২০:০৩

একসঙ্গে দুই প্রেমিকাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন এক যুবক

একসঙ্গে দুই প্রেমিকাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন এক যুবক

আন্তর্জাতিক ডেস্ক: একসঙ্গে দুই প্রেমিকাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন এক যুবক। ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন হল বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতাও।
শুনতে কিছুটা অবাক লাগলেও ইন্দোনেশিয়ার ওই যুবক কিন্তু এমন কাজই করেছেন। একসঙ্গে দুই প্রেমিকাকেই তিনি স্ত্রীর মর্যাদা দিয়েছেন। দুই প্রেমিকার মধ্যে এ নিয়ে কোনো দ্বন্দ্ব আছে কিনা তা বোঝা যায়নি। আর খুব সহজভাবেই এই ত্রিভুজ প্রেমের পরিণয় ঘটল।

স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে, কেন ওই ব্যক্তি তার দুজন প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করলেন? এর উত্তর দিয়েছেন ওই যুবক নিজেই। তার দুই প্রেমিকার মধ্যে কোনো একজনও যেন দুঃখ পেয়ে চলে না যান, তার জন্য এক সঙ্গে দু'জনকেই বিয়ে করেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে