মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯, ০৬:৫৮:১৫

স্বাধীনতার পর নতুন পতাকা পেলো এশিয়ার এই নয়া মুসলিম রাষ্ট্রটি

স্বাধীনতার পর নতুন পতাকা পেলো এশিয়ার এই নয়া মুসলিম রাষ্ট্রটি

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে বাংসামোরোর মুসলিমরা পেলো নতুন পতাকা। চলতি বছরের ২১ জানুয়ারি গণভোটের মাধ্যমে বাংসামোরো অঞ্চল লাভ করে স্বায়ত্তশাসন। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মুসলিম জনপদ এটি। সংসদ সদস্যদের রায়ে বাংসামোরোর সরকারি পতাকা অনুমোদিত হয়েছে।

এর আগে গত ২৪ আগস্ট শনিবার ফিলিপাইনের সংসদে অধিকাংশ সংসদ সদস্যের রায়ে বাংসামোরোর অফিসিয়াল পাতাকা অনুমোদিত হলো। সংসদ সদস্য লানাঙ্গ আলী তার ফেসবুক পেজে সরকারি পতাকা লাভে শুকরিয়া আদায় করেছেন।

এ ব্যাপারে তিনি ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! ৭ নম্বর বিলের মাধ্যমে বাংসামোরোর অফিসিয়াল পতাকা অনুমোদন দেয়া হয়েছে।’ স্ট্যাটাসের সঙ্গে নতুন পতাকার একটি ছবিও যুক্ত করেছেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্র ফিলিপাইন দখল করলে অধিকার হারান বাংসামোরোর মুসলিমরা। এরপর দীর্ঘদিন ধরে নিজেদের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করে আসছিল। এমন প্রেক্ষাপটে এ বছরের শুরুর দিকে গনভোটের মাধ্যমে স্বাধীন ভূখণ্ডের স্বীকৃতি পায় বাংসামোরো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে