মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯, ১০:১৯:৪২

স্ত্রীর কাছ থেকে 'ঘুষ' নিয়ে বিপাকে পুলিশ কর্মকর্তা!

স্ত্রীর কাছ থেকে 'ঘুষ' নিয়ে বিপাকে পুলিশ কর্মকর্তা!

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর কাছ থেকেই ঘুষ নিচ্ছেন এক পুলিশ কর্মকর্তা! ভারতের রাজস্থানের পুলিশকর্মী ধনপতের প্রি-ওয়েডিং শ্যুটের ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। এই ভিডিও ভাইরাল হয়ে পড়ে মুহূর্তে।

ভিডিও দেখা যায়, হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছেন ধনপতের এককালীন বান্ধবী এবং বর্তমান স্ত্রী কিরণ। নাকা চেকিংয়ে তাকে জরিমানা করার জন্য দাঁড় করান ধনপত। সেই সময়ে শাস্তি থেকে বাঁচতে পুলিশের পকেটেই ঘুষ গুঁজে দেন কিরণ।

এদিকে পুলিশের পোশাক পরে কী ভাবে এমন একটা দৃশ্যে অভিনয় করলেন ওই পুলিশকর্মী তা নিয়ে প্রশ্ন তুলেছেন ধনপতের সিনিয়র অফিসাররা। এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বলেছেন, এমন দৃশ্য দেখে সত্যিই আমরা হতাশ। গোটা ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট হয়েছে এর ফলে।

যদিও ওই ভিডিওর পরবর্তী দৃশ্যে পুলিশকর্মী বুঝতে পারেন যে তার পকেটে টাকা ঢোকানোর সময়, মানিব্যাগ হাতিয়ে নিয়েছেন কিরণ। এরপর মানিব্যাগ ফেরত নিতে গিয়ে ফের দেখা হয় ধনপত এবং কিরণের। ধীরে ধীরে গাঢ় হয় সম্পর্ক। বাড়ে প্রেম।

কিন্তু গল্প যাই থাকুক না কেন, ঘুষ নেওয়ার দৃশ্য দেখে বেজায় চটেছে রাজস্থান পুলিশ। ইউটিউবে ভিডিও ছড়িয়ে পড়তেই সরব হয়েছেন নেটিজেনরাও। ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও তুলেছেন অনেকেই।

কিছুদিন আগেই রাজস্থানের আইজি আইন-শৃঙ্খলা একটি নির্দেশনা জারি করেছিলেন। সেই নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছিল পুলিশের পোশাকের মান যেন সবসময় বজায় রাখা হয়। যেকোনও পরিস্থিতিতেই কোনও পুলিশ যেন কোনো বেআইনি কাজ না করেন। 

কিন্তু তারপরেই ভাইরাল হয় এই ভিডিও। উর্দ্ধতন কর্তৃপক্ষের কানে খবর পৌঁছনোর পরেই জারি হয়েছে নতুন নিয়ম। সে ক্ষেত্রে বলা হয়েছে, প্রি-ওয়েডিং শ্যুট-এর ক্ষেত্রে পুলিশের ইউনিফর্ম পরা চলবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে