বুধবার, ২৮ আগস্ট, ২০১৯, ০৬:১৩:১১

ঘুষের টাকা ভাগাভাগি, ২ পুলিশ কর্মকর্তার মারামারি

ঘুষের টাকা ভাগাভাগি, ২ পুলিশ কর্মকর্তার মারামারি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে দুই পুলিশ কর্মকর্তার মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। আর সেই মারামারির ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার হতেই তা ভাইরাল হয়। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজ থানার অধীনে।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, কে কত টাকা ঘুষ নেবে তা নিয়ে দুই পুলিশের মধ্যে শুরু হয় বিতর্ক। একপর্যায়ে ‍দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ৩২ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ গাড়ি থেকে নেমে অন্য আরেক পুলিশকে থাপ্পড় মারছেন। তার পরই শুরু হয় লাঠি নিয়ে মারামারি। অপরাধ বিভাগের এসপি আশুতোষ মিশ্র জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে