বুধবার, ২৮ আগস্ট, ২০১৯, ০৮:৪৭:৫৪

এটাই হবে ভারত-পাকিস্তানের মধ্যে শেষ যু'দ্ধ, সময়ও জানিয়ে দিলেন পাকিস্তানের মন্ত্রী

এটাই হবে ভারত-পাকিস্তানের মধ্যে শেষ যু'দ্ধ, সময়ও জানিয়ে দিলেন পাকিস্তানের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর নিয়ে ব্যাপক উ'ত্তে'জনা চলছে ভারত পাকিস্তানের মধ্যে। এদিকে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান দ্ব'ন্দ্বে'র মধ্যে এর আগে বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করেছেন। 

ভারত-পাকিস্তানের মধ্যে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। বারবার ভারতকে নানা রকম হু'ম'কি দিচ্ছেন। আর এর মধ্যেই তিনি ভবিষ্যত্‍বাণী করে বসলেন। ভারত আর পাকিস্তানের মধ্যে ফের যু'দ্ধ হতে পারে। তার ভবিষ্যত্‍বাণী আগামী অক্টোবর-নভেম্বর মাসেই দুই দেশের মধ্যে যু'দ্ধ বাঁধবে।
 
এ ব্যাপারে রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এটাই ভারত-পাকিস্তানের মধ্যে শেষ যু'দ্ধ হবে। রশিদের কথায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি চাইত তাহলে কাশ্মীর নিয়ে এতদিনে গণভোট করে এই ইস্যুটিকে সমাধান করতে পারত। তবে তা হয়নি।

এদিকে পাকিস্তানি রেলমন্ত্রী নিরাপত্তা পরিষদের পাশাপাশি বাকি মুসলিম দেশগুলোকে কাশ্মীর ইস্যুতে নিশ্চুপ থাকার জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। রশিদের কথায়, ‘যারা ভাবছেন এখনও ভারতের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রয়েছে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন।’

তাছাড়া কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে রয়েছে চীন। সেটা রেলমন্ত্রী ফের একবার পরিষ্কার করে দিয়েছেন। এজন্য চীনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এর আগে পাকিস্তানি রেলমন্ত্রী দুই দেশের মধ্যে পরমাণু যু'দ্ধের হু'ম'কি দিয়েছিলেন। 

এছাড়া তিনি এর আগে ভারত-পাকিস্তানের মধ্যে রেল যোগাযোগ বন্ধ করে দেন। এবং দাবি করেন তিনি যতদিন রেলমন্ত্রী থাকবেন দুই দেশের মধ্যে রেল যোগাযোগ চালু হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে