বুধবার, ২৮ আগস্ট, ২০১৯, ১০:০৮:১৪

কাশ্মীর নিয়ে ইমরান খানকে কি বার্তা দিলেন সৌদি যুবরাজ?

কাশ্মীর নিয়ে ইমরান খানকে কি বার্তা দিলেন সৌদি যুবরাজ?

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি কাশ্মীর নিয়ে চলমান সংকটে তৃতীয়বারের মতো সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে ডন জানিয়েছে, সোমবার রাতে সৌদি যুবরাজের সঙ্গে ইমরান খান টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি ও এ বিষয়ে পাকিস্তানের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা সৌদি যুবরাজকে অবহিত করেন ইমরান খান। 

তবে ইমরান খানকে সৌদি যুবরাজ কোনো বার্তা দিয়েছেন কি না, সে বিষয়ে ডন কিছু জানায়নি। কাশ্মীর ইস্যুতে সৌদি আরব এখন পর্যন্ত সরাসরি পাকিস্তানের পক্ষাবলম্বন না করলে ভারতকেও সমর্থন জানায়নি।

গত ৫ আগস্ট নরেন্দ্র মোদির সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা (ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ) বাতিল করে দিয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে।

ভারত সরকারের এমন একতরফা সিদ্ধান্তের বিষয়ে সহযোগীতা চেয়ে শুরুতেই সৌদি যুবরাজের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেছিলেন। তবে ভারত-পাকিস্তান উভয় দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করায় কাশ্মীর নিয়ে সৌদি আরবের অবস্থান এখনও স্পষ্ট নয়।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক বিশেষ মর্যাদা বাতিলের পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যখন কাশ্মীরে নিরাপত্তাহীনতার আশংকা করছেন, ঠিক সে সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

শুরু থেকে কাশ্মীরি জনগণের পক্ষে কোনো কথা না বলে ভারত-পাকিস্তান উভয়পক্ষকে সহনশীলতার উপদেশ দিয়েছে সৌদি আরব। কাশ্মীর ইস্যুতে এ আরব দেশগুলোর সরাসরি ভারতের পক্ষাবলম্বন নিয়ে মুসলিম বিশ্বে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

সোশ্যাল মিডিয়ায়ও চলছে সমালোচনা ও নিন্দার ঝড়। এখন পর্যন্ত সৌদি আরব এ বিষয়ে কোনো নিন্দা, প্রতিবাদ বা উদ্বেগ প্রকাশ না করায় কাশ্মীরি জনগণের পাশাপাশি মুসলিম বিশ্বে এক ধরনের আক্ষেপ রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে