বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯, ০২:০০:১২

এবার ‘সৌদির সমর্থনে’ ইরাকে হামলা ইসরায়েলের

এবার ‘সৌদির সমর্থনে’ ইরাকে হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চল থেকে ইরাকের ভেতরে হা'মলা চালিয়েছে ইসরায়েল।এই হা'মলার পেছনে সৌদি আরবের সমর্থন ছিল বলে অভি'যোগ করেছেন ইরাকের শীর্ষ পর্যায়ের এক সরকারি কর্মকর্তা।

ইরাকের ওই কর্মকর্তা জানান, কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ যো'দ্ধারা এই হা'মলা চালিয়েছে। খবর মিডল ইস্ট আই’র।
তিনি আরও জানান, মার্কিন সমর্থিত এসডিএফ গে'রিলাদের মধ্যে বেশিরভাগই কুর্দি গে'রিলা।

নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা জানান, সম্প্রতি চালানো এ হা'মলায় সৌদি আরব অর্থ সহায়তা দিয়েছে। সবশেষ গত রবিবার ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি বহরের ওপর ইসরায়েল ড্রো'ন হা'মলা চালায়। হা'মলায় পপুলার মোবিলাইজেশন ইউনিটের এক কমান্ডার নি'হত হন এবং আরেকজন আ'হত হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে