বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯, ১২:১৪:৪৮

সংখ্যালঘুদের বিরুদ্ধে সেনা লেলিয়ে দিয়েছে ভারত সরকার: অরুন্ধতী রায়

সংখ্যালঘুদের বিরুদ্ধে সেনা লেলিয়ে দিয়েছে ভারত সরকার: অরুন্ধতী রায়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের খ্যাতিমান লেখক ও মানবাধিকার কর্মী অরুন্ধতী রায় বলেছেন, দেশের সংখ্যালঘু জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছে ভারত সরকার। স্বাধীনতার পর থেকেই ‘নিজ দেশের জনগণের বিরুদ্ধেই’ বারবার সেনাবাহিনীকে ব্যবহার করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

কাশ্মীর অ'বরোধ ও অব্যাহত কারফিউয়ের জন্য নরেন্দ্র মোদি সরকারের নিন্দা জানিয়ে তিনি বলেছেন, কাশ্মীরিদের তাদের ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। রাজবন্দি করা হয়েছে সব রাজনৈতিক নেতাকে।

সব যোগাযোগব্যবস্থা বন্ধ করে দিয়ে গত ২৩ দিন ধরে তাদের স্বাভাবিক জীবন স্থবির করে দেয়া হয়েছে। একেবারে নতুন ধরনের দমন-পীড়ন চালাচ্ছে সরকার। মঙ্গলবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ম্যান বুকার জয়ী এ ঔপন্যাসিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে