বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯, ১২:৫০:১০

ইরানের সামরিক শক্তিকে ভয় পেয়ে পিছু হটেছে যুক্তরাষ্ট্র!

ইরানের সামরিক শক্তিকে ভয় পেয়ে পিছু হটেছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আকাশসীমা লঙ্ঘনের জেরে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর ইরানের সামরিক শক্তির কথা বিবেচনা করেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ইরানের শীর্ষ সেনা কমান্ডার মেজর জেনারেল বাকেরি এ কথা বলেছেন। তাঁর দাবি, ইরানের সামরিক শক্তিকে ভয় পেয়ে পিছু হটেছে যুক্তরাষ্ট্র। 

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ-এর চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বুধবার এ মন্তব্য করেন।
মেজর জেনারেল বাকেরি বলেন, অত্যাধুনিক মার্কিন গোয়েন্দা ড্রোন গ্লোবাল হক ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র 'বেশ কিছু মানুষের প্রাণ বাঁচাতে' ইরানের বিরুদ্ধে হামলা চালায়নি বলে যে দাবি করেছে তা সত্য নয়। বাস্তবতা হচ্ছে, তারা ইরানের সামরিক শক্তিকে ভয় পেয়ে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে পিছু হটে গেছে।

তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির দূরদর্শী চিন্তা ও প্রজ্ঞার কারণে সামরিক শক্তিতে তেহরান বর্তমানে এতটা অগ্রগামী হয়েছে। 

বাকেরি বলেছেন, সব ধরনের সমস্যা সত্ত্বেও প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে ইরানের শক্তিমত্তার উৎস ইসলামি বিপ্লব। তিনি এজন্য ইসলামি বিপ্লব ও এর নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সূত্র : পার্স টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে