বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯, ০৪:২৩:১১

চরম সতর্কতা জারি! উপকূল দিয়ে ভারতে ঢুকতে পারেন পাকিস্তানের কমান্ডোরা

চরম সতর্কতা জারি! উপকূল দিয়ে ভারতে ঢুকতে পারেন পাকিস্তানের কমান্ডোরা

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে কার্যত তলানিতে ভারত-পাকিস্তান সম্পর্ক। এই আবহে ভারতের গোয়েন্দা বিভাগের হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। সমুদ্রপথে ভারতে অনুপ্রবেশ করতে পারেন পাকিস্তানের কমান্ডোরা। কচ্ছ উপকূল দিয়ে ভারতে ঢুকতে পারেন পাকিস্তানের মেরিন কমান্ডোরা। 

এমন সতর্কতাই জারি করেছে আইবি। আদানি পোর্টস অ্যান্ড লজিস্টিকসের এক মুখপাত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আইবির তরফে তাদের এ বিষয়ে অ্যাডভাইসরি পাঠানো হয়েছে।

অন্যদিকে, ভারত থেকে যেসব বিমান রওনা দেবে, সেগুলির জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেওয়া হবে বলে সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার ভারত সরকারের সিদ্ধান্তের সাপেক্ষেই এই হুমকি। 

ইমরান খানের ঘনিষ্ঠ বলে পরিচিত মন্ত্রী ফওয়াদ চৌধুরি মঙ্গলবার টুইট করে বলেছেন প্রধানমন্ত্রী ভারতের জন্য বিমানপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কথা ভাবনাচিন্তা করছেন। এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান তাদের আকাশপথ বন্ধ করে দেয়। বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গত ১৬ জুলাই সমস্ত অসামরিক বিমানের জন্য আকাশপথ খুলে দেয় তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে