বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯, ০৪:৪৩:৪৯

উত্তেজনা বাড়িয়ে নয়া ক্ষেপণা'স্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

উত্তেজনা বাড়িয়ে নয়া ক্ষেপণা'স্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণা'স্ত্র গজনভির সফল পরীক্ষা করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে এ কথা বলেছেন বলে খবর দিয়েছে অনলাইন জি নিউজ। 

তিনি টুইটারে বলেছেন, সফলতার সঙ্গে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণা'স্ত্র গজনভির পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ২৯০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণা'স্ত্র বহুবিধ যু'দ্ধা'স্ত্র বহনে সক্ষম। এ কাজে জড়িত টিমকে অভিনন্দন জানানো হয়েছে। 

পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র টিমের প্রশংসা জানিয়েছেন এবং জাতিকে অভিনন্দন জানিয়েছেন। করাচির কাছে সোনমিয়ানি থেকে ক্ষেপণা'স্ত্র পরীক্ষা করা হবে বলে বুধবার আগে থেকেই সতর্কতা দিয়েছিল পাকিস্তান কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছিল, সেখান থেকে সামরিক মহড়া চালানো হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে