বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯, ১০:২৭:৩৪

রাতের অন্ধকারে বিজেপি নেতার বাড়িতে অভিনেত্রী দেবশ্রী

রাতের অন্ধকারে বিজেপি নেতার বাড়িতে অভিনেত্রী দেবশ্রী

আন্তর্জাতিক ডেস্ক : আবারও অভিনেত্রী দেবশ্রী রায় গেলেন বিজেপির কাছে। এবার রাতের অন্ধকারে হাজির হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে। কিন্তু তাতে খুব বেশি লাভ হলো না। 

গতকাল বুধবার রাতে প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার পরও তার সঙ্গে কথা বললেন না দিলীপ ঘোষ। যদিও সূত্রের খবর, দেবশ্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে বিজেপির রাজ্য সভাপতির। এর আগেও বিজেপির সদর দফতরে বিনা আমন্ত্রণে হাজির হয়েছিলেন দেবশ্রী। 

তখনও প্রায় পাত্তা না দিয়েই তাকে ফিরিয়ে দিয়েছিল গেরুয়া শিবির। তাও আবার শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের দিনই। সেই নিয়েও পানি অনেকদূর গড়িয়েছিল। তারপর আবারও এই ঘটনা ঘটল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে