শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯, ০১:০৯:১৯

জঙ্গি ঢোকানোর চেষ্টা না করে পাকিস্তানকে ভদ্র ও সভ্য আচরণ করতে বললো ভারত

জঙ্গি ঢোকানোর চেষ্টা না করে পাকিস্তানকে ভদ্র ও সভ্য আচরণ করতে বললো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরে ৩৭০ অনুচ্ছেদ রদ নিয়ে পাকিস্তানের অবস্থানের ফের কড়া সমালোচনা করল ভারত। প্রকৃত পরিস্থিতি না জেনেই 'কাণ্ডজ্ঞানহীন মন্তব্য' করছেন পাকিস্তান নেতারা, এমনই কটাক্ষের সুরে বললো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয়। 

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র রাভিশ কুমারের তোপ, ‘ক্রমাগত উ'স্কা'নিমূলক মন্তব্য করে চলেছেন পাকিস্তানি নেতারা। বিশ্ববাসীর কাছে জম্মু-কাশ্মীরের ভুল ও বিকৃত ছবি তুলে ধরার চেষ্টা করছেন।’

ভারতে জ'ঙ্গি ঢোকানোর চেষ্টা করে উপত্যকায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে পাকিস্তান— অভিযোগ তুলেছেন ভারতের পররাষ্ট্র মুখপাত্র। গত ৫ অগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া। 

নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা বাড়ানোর চেষ্টা চলছে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর থেকে। বিশ্বের কাছে দেনদরবার করে বেড়াচ্ছেন ইমরান খান। পাকিস্তানের রেলমন্ত্রী ‘নভেম্বর-ডিসেম্বরে ভারত-পাকিস্তান যুদ্ধ’-এর জিগির পর্যন্ত তুলে দিয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পাকিস্তানি নেতাদের এই সব মন্তব্যেরই তীব্র নিন্দা করেন রাভিশ কুমার।

তিনি বলেন, ‘ওদিক (পাকিস্তান) থেকে ক্রমাগত দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য আসছে। মন্তব্য-টুইট মিলিয়ে অন্তত ৪০-৫০টি বক্তব্য উঠে এসেছে, যাতে বিশ্বের মনে হয় এখানে (জম্মু-কাশ্মীরে) কিছু একটা হচ্ছে। বিশ্বের কাছে এটা তুলে ধরাই তাদের লক্ষ্য হিসেবে নিয়েছে পাকিস্তান।’

ইসলামাবাদ ক্রমাগত উ'স্কা'নি দিয়ে যাচ্ছে, জ'ঙ্গি ঢোকানোর চেষ্টা করছে— এমন সব অভিযোগও তুলেছেন রাভিশ। ৩৭০ বিলোপ নিয়ে সারা বিশ্বকে ভারতের বিরুদ্ধে একজোট করা এবং নিজেদের পক্ষে জনমত গঠনের চেষ্টা করছে পাকিস্তান। স্বয়ং পাক-প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘে চিঠি লিখেছেন।

এ নিয়ে প্রশ্নের জবাবে রাভিশ বলেন, ‘পাকিস্তানকে বিশ্বের সবাই চেনে। স'ন্ত্রা'সবাদকে ওরা কূটনীতির অ'স্ত্র হিসেবে ব্যবহার করে। ভারতে জ'ঙ্গি ঢোকানোর জন্য লাগাতার চেষ্টা করে।’ জাতিসংঘে ইমরানের চিঠির প্রসঙ্গে রাভিশ বলেন, ‘ওটা এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই নয়।’

পাকিস্তান থেকে জ'ঙ্গিরা সমুদ্রেপথে গুজরাতের উপকূল দিয়ে ভারতে ঢুকতে পারে বলে বৃহস্পতিবারই সেখানকার বন্দরগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। 

এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাভিশের কটাক্ষ, ‘পাকিস্তানের উচিত স্বাভাবিক প্রতিবেশীর মতো আচরণ করা। স্বাভাবিক কথাবার্তা বলা এবং বাণিজ্য চালু রাখা। কিন্তু পাকিস্তানের দিক থেকে সেটাই হচ্ছে না।’ জ'ঙ্গি ঢোকানোর চেষ্টা না করে ভদ্র ও সভ্য প্রতিবেশীর মতো আচরণ করার আহ্বানও জানিয়েছেন রাভিশ।

কাশ্মির নিয়ে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত এক জনেরও মৃ'ত্যু হয়নি, একটিও গু'লি চালাতে হয়নি নিরাপত্তা কর্মীদের। জম্মু-কাশ্মীরের ৮৫ শতাংশ থানা এলাকায় দিনের বেলায় নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে। ওষুধের কোনও ঘাটতি নেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে