আন্তর্জাতিক ডেস্ক : 'ফিট ইন্ডিয়া' অভিযান শুরু করার জন্যে ক্রীড়া দিবসকেই বেছে নিল মোদি সরকার। ইন্দিরা গাঁন্ধী স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে এই অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদি নিজেই।
দেশের জনগণকে এই অভিযানে যোগ দেওয়ার জন্যে অনুরোধও করা হয়েছে। ২৫ আগস্ট 'মন কি বাত' রেডিও অনুষ্ঠানেই মোদি এই অভিযানের কথা প্রথম ঘোষণা করেছিলেন।
এদিন ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে প্রধানমন্ত্রী উপস্থিত অভ্যাগতদের বলেন, ‘সুস্থ ভারত গড়তে গেলে সবার আগে চাই ফিটনেস। সাফল্যের কোনও মসৃণ পথ হয় না। এই পথে লিফট নেই, সিঁড়ি ভাঙতেই হবে।’
সবাইকে খেলাধুলোর সঙ্গে যুক্ত হতে অনুরোধ করেন মোদি। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ফিট ইন্ডিয়া অভিযানের মূল উদ্দেশ্য দেশবাসীকে শারীরিক সক্রিয়তা বাড়াতে উদ্যোগী করে তোলা। একটি উপদেষ্টা কমিটিও গড়ে তোলা হয়েছে।