শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯, ০৮:৫৪:৫৪

মুসলমানরা যখন নিপীড়িত হয়, বিশ্ব তখন নীরব থাকেঃ ইমরান খান

মুসলমানরা যখন নিপীড়িত হয়, বিশ্ব তখন নীরব থাকেঃ ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বাহিনীর যে নিপী'ড়ন কাশ্মীরিদের ওপর নেমে এসেছে, বিশ্বকে অবশ্যই তার স্বীকৃতি দিতে হবে ও নিন্দা জানাতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার কাশ্মীরিদের সঙ্গে সংহতি অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ইমরান খান বলেন, আমাদের বিজেপি ও আরএসএসের রাজনীতি বুঝতে হবে। আরএসএস মনে করে হিন্দুরা সবার চেয়ে শ্রেষ্ঠ। তাদের ইশতেহার হচ্ছে- হয় মুসলমানদের ভারত থেকে বের করে দেও, নতুবা তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানিয়ে দাও। নাৎসিবাদীরা যেভাবে জার্মানিকে জি'ম্মি করে রেখেছিল, আরএসএসের মতাদর্শও সেভাবে গ্রহণ করেছে ভারত।

তিনি বলেন, কাশ্মীরিদের পক্ষে ইতিমধ্যে বিশ্বের দাঁড়ানোর কথা ছিল, কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ধর্ম এখানে একটি পরিচয়সূচক ভূমিকা রেখেছে। তার মতে, মুসলমানরা যখন নিপী'ড়িত হয়, দুর্ভাগ্যবশত বিশ্ব তখন নীরব থাকতে চায়। কাশ্মীরের অধিবাসীরা যদি মুসলমান না হতেন, তবে বৈশ্বিক প্রতিক্রিয়া আরও জোরালো হতো।

ইমরান বলেন, পরিস্থিতি আরও উ'ত্তেজিত করতে ভারত সাজানো হামলা চালাতে পারে। এমন কিছু ঘটলে পাকিস্তান সর্বশক্তি দিয়ে তার মোকা'বেলা করবে। আমরা বিশ্বকে সতর্ক করছি যে, আজাদ কাশ্মীরে ভারত গু'রুতর কিছু করবে। আমি অবশ্যই মোদিকে হু'শিয়ারি দিয়ে বলছি- ভারত যদি দুরভিসন্ধিমূলক কিছু করতে চায়, পাকিস্তান সর্বশ'ক্তি দিয়ে তার মো'কাবেলা করবে।

সাবেক এ ক্রিকেট কিংবদন্তি বলেন, বিশ্বকে বোঝা দরকার যে, ভারতীয় বিষাক্ত মতাদর্শে শেষ পর্যন্ত প্রত্যেকে আ'ক্রান্ত হবেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মনে রাখতে হবে যে, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যেকোনো সং'ঘাতে সারা বিশ্বের জন্য বিপ'র্যকর হবে। সূত্র : ডন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে