আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর নিয়ে সংবিধানের ৩৭০ ধারা বাতিলে ভারত-পাকিস্তানের উত্তেজনা এখন চরমে। জম্মু-কাশ্মীর নিয়ে নয়াদিল্লির পদক্ষেপে আন্তর্জাতিক মহলের কাছে নালিশের পালা বজায় রেখেছে ইসলামাবাদ।
তবে, কাশ্মীর নিয়ে চীন ছাড়া যে তার পাশে কেউ নেই, তা ফের একবার টের পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।'পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ' শীর্ষক রিপোর্ট পেশ করেছে মার্কিন আইনপ্রণেতারা।
কংগ্রেসের রিসার্চ সার্ভিসের (CRS) এই রিপোর্টে উল্লেখ, 'পাক সেনার হাতের পুতুল প্রধানমন্ত্রী ইমরান খান।' আরও বলা হয়েছে, সে দেশের বিদেশ ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে ক্রমাগত প্রভাব দেশটির সেনাবাহিনীর।
নির্বাচনে সেনার সাহায্যে জিতেই ইমরান খান ক্ষমতা দখল করেছিলেন বলে উল্লেখ রয়েছে মার্কিন কংগ্রেসের ওই রিপোর্টে। বলা হয়েছে, 'সেনা-বিচার ব্যবস্থা আঁতাতে'র ফলেই ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের নির্বাচনে জয়লাভ করে।
নি'ষি'দ্ধ স'ন্ত্রা'সবাদী সংগঠনগুলির সঙ্গে পাকিস্তানের একাধিক রাজনৈতিক দলের সংস্রব নিয়েও উল্লেখ করা হয়েছে মার্কিন কংগ্রেসের ওই রিপোর্টে। সূত্র : ইন্ডিয়া টুডে ও রয়টার্স