শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯, ১১:৪০:৫৮

হঠাৎ ভারতের সীমান্তে সেনা বাড়াচ্ছে চীন

হঠাৎ ভারতের সীমান্তে সেনা বাড়াচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : চীন-ভারত সীমান্ত সংলগ্ন তিব্বত অঞ্চলে সেনাবাহিনীর সংখ্যা বাড়াচ্ছে বেইজিং। পাশাপাশি ওই অঞ্চলে চীনা সেনাদের ঘন ঘন সামরিক মহড়া চালানো দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে।

তিব্বতের রাজধানী লাসার গোংগার বিমানবন্দরের পরিধি বাড়ানোর তৎপরতা চালাচ্ছে চীন। বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি এ বিমানবন্দরকে সামরিক তৎপরতার উপযোগী করা হচ্ছে।

অবশ্য তিব্বতের সব বিমানবন্দরই সামরিক এবং বেসামরিক কাজে ব্যবহারের উপযোগী বলে ভারতীয় প্রচারমাধ্যম দাবি করছে। চীনে এ ধরনের ৬০টি বিমানবন্দর আছে। তিব্বত অঞ্চলে বিমান তৎপরতা চীন জোরদার করেছে বলে এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছিল।

ডোকলাম সংকটের সময় চীনের শিগাতেস বিমানবন্দরে একটি বিমান ক্ষেত্র যোগ করা হয়েছিল। পরে সেখানে যু'দ্ধবিমান এবং চালকহীন বিমান বা ড্রো'ন বহর দেখা গেছে বলে দাবি করা হয়েছে।সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে