শনিবার, ৩১ আগস্ট, ২০১৯, ০১:১০:৩৮

২২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ধেয়ে আসছে ‘ভয়াবহ বিপজ্জনক’ ঝড়

২২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ধেয়ে আসছে ‘ভয়াবহ বিপজ্জনক’ ঝড়

আন্তর্জাতিক ডেস্ক : ঘন্টায় ২২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ‘ভয়াবহ বিপজ্জনক’ ঝড়  ডোরিয়ান। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার ইতোমধ্যে একে চার মাত্রার অর্থাৎ ‘ভয়াবহ বিপজ্জনক’ ঝড় হিসেবে ঘোষণা করেছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেনটি আরো শক্তিশালী হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে উত্তর-পশ্চিম বাহামার দিকে এগিয়ে যাচ্ছে। রোববার এটি উত্তর-পশ্চিম বাহামার কাছে চলে আসবে অথবা ওই এলাকা অতিক্রম করবে। সোমবার রাতে এটি ফ্লোরিডার পূর্ব উপকূলে চলে আসবে।

আবাহওয়াবিদদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ লাগো অবকাশযাপন কেন্দ্রটি সরাসরি ডোরিয়ানের যাত্রাপথে পড়বে। এছাড়া ফ্লোরিডার লাখ লাখ বাসিন্দা বিশেষ করে রাজ্যের পূর্ব উপকূলের ঘনবসতিপূর্ণ এলাকার জন্য হারিকনটি ভয়াবহ বিপদের কারণ হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে