শনিবার, ৩১ আগস্ট, ২০১৯, ০১:৪৩:৪৭

ভ'য়াবহ ঘটনাটি ঘটল ভারতে, এখন পর্যন্ত ২০ জন নি'হত

ভ'য়াবহ ঘটনাটি ঘটল ভারতে, এখন পর্যন্ত ২০ জন নি'হত

আন্তর্জাতিক ডেস্ক: একটি রা'সায়নিক কারখানায় ভ'য়াবহ বি'স্ফো'রণ মতো ঘট'নাটি ঘটল ভারতে। আজ সকাল ৯ টা ৪৫ মিনিটে মহারাষ্ট্র রাজ্যের শিরপুরে এ  ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২০ জন নি'হত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরু'তর আ'হ'ত হয়েছেন আরো ১৫ জন। 

জানা গেছে,  ৮০ জনের মতো মানুষ কারখানাটিতে আ'টকে পড়েছে। এলাকায় রা'সায়নিক গ্যা'সে  দ'মব'ন্ধ প'রিস্থি'তি তৈরি হয়েছে। অনেকে অ'সুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর ১০টি ইঞ্জিন। যু'কালীন তত্পরতায় আ'গুন নে'ভানোর কাজ চলছে। 

সংবাদ সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বি'স্ফো'রণের সময় কারখানায় উপস্থিত ছিলেন প্রায় ১০০ শ্রমিক। সি'লিন্ডার ফে'টে বি'স্ফো'রণ হয় বলে ধারণা করা হচ্ছে। ওই কারখানায় প্রচুর দা'হ্য পদা'র্থ রয়েছে। সূত্র : ডেইলি হা'ন্ট 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে