আন্তর্জাতিক ডেস্ক : শনিবার ভারতের আসামে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশকে কেন্দ্র করে মোদি সরকারকে এক হাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। উল্লেখ্য, আসাম এনআরসির তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লক্ষেরও বেশি মানুষ।
সেই নিয়েই ক্ষোভ প্রকাশ করে মমতা জানান, “যারা এই প্রক্রিয়ার কারণে ভুগছেন, আমি তাদের পাশে আছি।” এদিন টুইট করে মমতা বলেন, “প্রাথমিকভাবে আমি জানতাম না নাগরিকপঞ্জির সমগ্র বিষয়টি। এখন জানতে পারলাম, প্রায় ১ লক্ষ গোর্খাদের এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি হাজার হাজার ভারতীয় নাগরিক, সিআরপিএফ, সেনা, সাবেক রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদের পরিবারের নামও নেই এই নাগরিকপঞ্জিতে।”
টুইট করে নাগরিকপঞ্জিতে নাম না থাকাদের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে একহাত নিয়ে মমতা বলেন, “এনআরসির নামে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে যারা, তাদের ব্যর্থতাই এবার সামনে এসেছে। দেশের মানুষকে উত্তর দিতে হবে।”
এখানেই থেমে থাকেননি তৃণমূল কংগ্রেস নেত্রী। ঝাঁঝালো ভাষায় লেখেন, “দেশের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থসিদ্ধিকে বড় করে দেখলে এমনই হয়। খারাপ লাগছে আমার বাংলাভাষী ভাইবোনের জন্য। যাদের এই এনআরসির জাঁতাকলে পড়ে ভুগতে হচ্ছে।”