আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে একটি কারাগারে সৌদি জোটের বিমান হা'মলায় অন্তত অর্ধশতাধিক নিহ'ত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিম এলাকায় রোববার এ হা'মলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রো'হীরা। এ খবর জানিয়েছে তুর্কি ভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক।
হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম এক টুইট বার্তায় বলেন, ধামার শহরের বন্দিশালাটি ছিল হা'মলার ল'ক্ষ্যবস্তু। এতে অন্তত ১শ' জন আহ'ত হয়েছেন।
সৌদিজোট এক বিবৃতিতে জানায়, বিমানহা'মলার ল'ক্ষ্যবস্তু ছিল পাশে সংরক্ষণ করা ড্রো'ন এবং ক্ষে'পণা'স্ত্র। স্থানীয় বাসিন্দারা বলেন, যেখানে হা'মলা করা হয়েছিল সেটি একটি ব'ন্দিশালা।
এর আগে ২০১৫ সালে ধামার শহরে হুতিদের বন্দিশালাটিতে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ২৫ জন নিহ'ত হয়েছে। সৌদি সমর্থিত ইয়েমেন সরকার অভিযোগ করে বলছে, কারাগারটি হুতি বিদ্রা'হীরা মান'বঢাল হিসেবে ব্যবহার করছে।
২০১৪ সালে যখন ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা রাজধানী সানাসহ দেশটি ক'ব্জা করে ফেলে; এতে দেশজুড়ে হিং'স্রতা ছড়িয়ে পড়ে। এরপর থেকেই দেশটিতে সং'ঘা'ত শুরু হতে থাকে।
সংঘ'র্ষ বাড়তে থাকে যখন সৌদি জোট ইয়েমেনের সরকারের পক্ষে হুতিদের বিরুদ্ধে আ'ক্র'ম'ণ শুরু করে। জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১৬ সাল থেকে বাড়তে থাকা সংঘ'র্ষে ৭০ হাজারের বেশি মানুষ নিহ'ত হয়।