রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:২৪:১০

হিজবুল্লাহর হু'মকি ইসরায়েলিদের মধ্যে আত'ঙ্ক সৃষ্টি করেছে!

হিজবুল্লাহর হু'মকি ইসরায়েলিদের মধ্যে আত'ঙ্ক সৃষ্টি করেছে!

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শোকাবহ মহররমের শুরুতে দেয়া এক ভাষণে আবারো হুঁ'শি'য়ারি দিয়ে বলেছেন, দখলদার ইসরায়েলি আ'গ্রা'সনের কঠোর জবাব দেয়া হবে। 

গত কয়েক সপ্তাহে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি হামলার ব্যাপারে হিজবুল্লাহ মহাসচিবের এটাই দ্বিতীয় প্রতিক্রিয়া। পর্যবেক্ষকরা ইসরায়েলের বিরুদ্ধে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর হুমকিকে কয়েকটি দিক থেকে মূল্যায়ন করেছেন। 

প্রথমত, তিনি তার বক্তব্যে বলেছেন, যেকোনো অবস্থায় ইসরায়েলি অ'পরা'ধযজ্ঞের পাল্টা জবাব দেয়া হবে। তবে তিনি বলেননি কখন জ'বা'ব দেয়া হবে। তার এ হু'ম'কি ইসরায়েলিদের মধ্যে আ'ত'ঙ্ক সৃষ্টি করেছে। এমনকি লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। 

ইসরায়েলি দৈনিক ইয়াদিউত অহারনুত লিখেছে, "ইসরায়েলি সেনাদেরকে উত্তরাঞ্চলীয় সীমান্তগুলোতে মোতায়েন করা হয়েছে এবং সৈনিকদের ছুটিও বাতিল করা হয়েছে।"

হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার বক্তব্যে দখলদার ইসরায়েলকে মৃ'ত্যুর কঠিন প্রহর গণনাকারী হিসেবে অভিহিত করেন। তার বক্তব্যে দ্বিতীয় যে বিষয়টি ফুটে উঠেছে তা হচ্ছে, দৃঢ়তা ও কঠিন আত্মবিশ্বাস। তিনি ইসরায়েলি আ'গ্রা'সনের জবাব দেয়ার জন্য কোনো রকমের স'ন্দে'হের অবকাশ রাখেননি। 

নাসরুল্লাহ বলেন, ইসরায়েলি হামলার জবাব শুধু শাবা কৃষি খামারের দিক থেকেই আসবে না বরং লেবাননের যেকোনো প্রান্ত থেকে ইসরাইলকে লক্ষ্য করে প্রতি'শো'ধমূলক হা'ম'লা হতে পারে। কোথা থেকে এবং কখন আমরা জবাব দেব তা একান্তই আমাদের নিজস্ব ব্যাপার এবং এ বিষয়ে কারো মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে।

হিজবুল্লাহ মহাসচিবের ভাষণের তৃতীয় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, তার বক্তব্যে ইসরায়েল হতবিহব্বল হয়ে পড়েছে। কারণ তিনি কখন ইসরায়েলি হা'ম'লার জবাব দেবেন সে সম্পর্কে কিছুই উল্লেখ করেননি। এমনকি যে কোনো জায়গা থেকে এ হা'ম'লা চালানো হতে পারে বলে ঘোষণা দেয়ায় ইসরাইল আ'ত'ঙ্কিত হয়ে পড়েছে। 

নাসরুল্লাহ তার ভাষণে বলেন, কিভাবে ও কি ধরণের হা'ম'লা চালানো হবে তা নিয়ে মন্তব্য করার প্রয়োজন নেই। কিন্তু আমরা চাই শ'ত্রুরা সবসময় আ'ত'ঙ্কে থাকুক। হিজবুল্লাহ মহাসচিবের ভাষণের চতুর্থ দিক হচ্ছে, স্পষ্ট বক্তব্য। 

নিখুঁতভাবে আ'ঘা'ত হা'ন'তে সক্ষম হিজবুল্লাহর ক্ষে'পণা'স্ত্র তৈরির কারখানা আছে বলে ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ মহাসচিব ইসরাইলকে এ বার্তা দিয়েছেন যে, এসব কথা বলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু আসলে আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। 

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, আমাদের নিখুঁতভাবে আ'ঘা'ত হা'ন'তে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা নেই কিন্তু নিখুঁতভাবে আ'ঘা'ত হানার মতো ক্ষে'পণা'স্ত্র আমাদের হাতে রয়েছে। যাইহোক সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর এসব বক্তব্য ইসরায়েলকে চিন্তিত করে তুলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে