আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সীমান্তবর্তী এলাকায় একযোগে একাধিক ক্ষে'পণা'স্ত্র হা'ম'লা চালিয়েছে লেবাননভিত্তিক সশ'স্ত্র সংগঠন হিজবুল্লাহ। রোববার লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী আভিভিম অঞ্চলে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে এ হা'মলা চালানো হয়। খবর আল জাজিরা ও ডেইলি সাবাহর।
হিজবুল্লাহর আল মানার টেলিভিশনের খবরে বলা হয়, আভিভিম অঞ্চলে অ্যান্টি ট্যাংক ক্ষে'পণা'স্ত্র হা'মলায় একটি ইসরাইলি সামরিক যান ধ্বং'স হয়েছে। এতে ট্যাংকের ভেতরে একজন নিহ'ত ও অপরজন আহ'ত হয়েছেন বলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে ক্ষে'পণা'স্ত্র হামলার বিষয়টি স্বীকার করে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় তাদের একটি সামরিক যান বি'ধ্ব'স্ত হয়েছে। তবে এতে হ'তাহ'ত হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে ইসরাইল।
ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, লেবানন সীমান্ত থেকে ইসরাইলের চার কিলোমিটার ভেতরের এলাকার একটি গ্রামে ক্ষে'পণা'স্ত্র হামলা হয়েছে। হা'ম'লার কারণে স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী।
এ ছাড়া ওই গ্রামের কাছে একটি উন্মুক্ত আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলেও জানায় তারা। তবে তাদের আপাতত আশ্রয়কেন্দ্রে আসার আহ্বান জানানো হয়নি।
এর আগে হিজবুল্লাহর সম্ভাব্য হামলার আ'শ''ঙ্কায় লেবানন সীমান্তে বাড়তি সেনা বাড়ানোর ঘোষণা দিয়েছিল অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইল। সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডকে লেবাননে অতিরিক্ত বাহিনী হিসেবে পাঠানো হচ্ছে বলে শনিবার দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।