সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫৬:৩৫

ইসরাইল-হিজবুল্লাহ সংঘা'ত : যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের হস্তক্ষেপ চাইলেন লেবানন প্রধানমন্ত্রী

ইসরাইল-হিজবুল্লাহ সংঘা'ত : যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের হস্তক্ষেপ চাইলেন লেবানন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সঙ্গে লেবাননের সশ'স্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর চলমান যু'দ্ধাবস্থায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের হস্তক্ষেপ চেয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। দুই পক্ষের মধ্যে উ'ত্তে'জনা নিরসনে দেশ দু'টির সহায়তা কামনা করেন তিনি।

আল জাজিরার বৈরুত প্রধান মাযিন ইব্রাহিম জানান, ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর সং'ঘা'তময় পরিস্থিতির বিষয়ে ইতিমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ফান্সের প্রেসিডেন্টের উপদেষ্টা ইমানুয়েল ম্যাক্রোঁনের উপদেষ্টা বৌনের সঙ্গে সাদ হারিরি যোগাযোগ করেছেন।

সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোনের সহায়তা চান তিনি। বিগত কয়েক সপ্তাহ যাবত ইসরাইলের সঙ্গে লেবাননের সশ'স্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উত্তে'জনা চলছে। 

গত ২৫ আগস্ট লেবাননে দুটি ড্রোন দিয়ে ইসরাইল হা'মলা চালাতে চেষ্টা করে। এরপর থেকে হিজবুল্লাহর হামলার আশ'ঙ্কায় সীমান্তে সর্বোচ্চ সত'র্ক'তা জারি করেছিল ইসরাইল।

এমন উত্তে'জনাকর পরিস্থিতির মধ্যেই রোববার ইসরাইলের সীমান্তবর্তী এলাকায় ক্ষে'পণা'স্ত্র হাম'লা চালিয়েছে হিজবুল্লাহ। রোববার লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী আভিভিম অঞ্চলে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে এ হাম'লা চালানো হয়।

হিজবুল্লাহর আল মানার টেলিভিশনের খবরে বলা হয়, আভিভিম অঞ্চলে অ্যান্টি ট্যাংক ক্ষে'পণা'স্ত্র হাম'লায় একটি ইসরাইলি সামরিক যান ধ্বং'স হয়েছে। এতে ট্যাংকের ভেতরে একজন নিহ'ত ও অপরজন আহ'ত হয়েছেন বলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে ক্ষে'পণা'স্ত্র হাম'লার বিষয়টি স্বীকার করে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, এ হাম'লায় তাদের একটি সামরিক যান বি'ধ্ব'স্ত হয়েছে। তবে এতে হ'তাহ'ত হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে ইসরাইল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে