আন্তর্জাতিক ডেস্ক: মাঝ আকাশে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। নরওয়ের আকাশে হঠাৎ করেই প্রবল শব্দ শোনা যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখা যায় একটি হেলিকপ্টার। ভ'য়াবহ এই দুর্ঘটনায় অন্তত চারজনের মৃ'ত্যু হয়েছে। ম'র্মান্তিক এই ঘটনায় খোঁজ নেই আরও একজনের। গু'রুতর আ'হত এক। এমনটাই জানিয়েছে উদ্ধারকারী দল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
ভেঙে পড়া এয়ারবাস এএস৩৫০ হেলিকপ্টারটিতে পাঁচ যাত্রী ও এক পাইলট ছিলেন। ১৫০০ জিএমটিতে আলতা শহরের দক্ষিণপশ্চিম দিকে নরওয়েজীয় কোম্পানি হেলিট্রান্স পরিচালিত হেলিকপ্টারটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। কিভাবে হঠাৎ করে হেলিকপ্টারটি এভাবে ভেঙে পড়ল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।সূত্র: কলকাতা২৪×৭