সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৩:০৭

ভারতের মুসলিম রাষ্ট্রপতির স্বজনরাও আসামের নাগরিক তালিকা থেকে বাদ!

ভারতের মুসলিম রাষ্ট্রপতির স্বজনরাও আসামের নাগরিক তালিকা থেকে বাদ!

আন্তর্জাতিক ডেস্ক: এনআরসিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। প্রথম দফায় তোলপাড় শুরু হয়েছিল কারগিল যুদ্ধের মুসলিম সেনা অফিসারের নাম বাদ পড়ায়। এ রেস কাটতে না কাটতেই এবার নতুন করে উঠে আসল ভারতের সাবেক মুসলিম রাষ্ট্রপতির স্বজনদের বাদ পড়ার ঘটনা। সাবেক এ মুসলিম রাষ্ট্রপতির স্বজনরাও আজ রাষ্ট্রহীন!

মুসলিম রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমদ। ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতের সাবেক সাংবিধানিক প্রধান ছিলেন। যিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে তার নিজ অফিসে মারা যান। যার নামে রয়েছে ২৫ রূপী মূল্যমানের ডাকটিকেট। তার পরিবার ও আত্মীয়-স্বজন বাদ পড়েছে চূড়ান্ত করা নতুন নাগরিক তালিকায়। গত শনিবার আসামে জাতীয় নাগরিকপঞ্জি তথা এনআরসি’র চূড়ান্ত তালিকায় আসেনি স্বজনদের নাম।

গত বছর এনআরসি দ্বিতীয় খসড়া তালিকায় বাদ পড়েছিল রাষ্ট্রপতি ফকরুদ্দিনের ছোট ভাইয়ের নাম। এ নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। সে সময় নাগরিকত্ব প্রমাণে এনআরসি থেকে যথাযথ নথিপত্র জমা দিতে বলা হয়েছিল। ত্রুটিমুক্ত নথিপত্র জমা দেয়া সত্ত্বেও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ রাষ্ট্রপতির পরিবার ও আত্মীয় স্বজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে