আন্তর্জাতিক ডেস্ক: এবার ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশকিছু ট্যাঙ্কবি'ধ্বংসী রকেট হা'মলা চালিয়েছে লেবাননের শিয়া–অধ্যুষিত সংগ্রামী সংগঠন হিজবুল্লাহ গ্রুপ। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গেল সপ্তাহে বৈরুতে ইসরায়েলের ড্রোন হা'মলার জবাবে হিজবুল্লাহ এই হা'মলা চালিয়েছে। রকেট হা'মলার জবাবে ইসরায়েলও লেবাননের দক্ষিণাঞ্চলে হা'মলা চালিয়েছে।
বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়, হিজবুল্লাহ গ্রুপ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সামরিক যানে হা'মলা চালিয়েছে। হা'মলায় বেশ কজন ইসরায়েলি আ'হত হয়েছেন বলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে হ'তাহ'ত হওয়ার কথা অস্বীকার করে ইসরায়েল বলছে, হিজবুল্লাহর রকেট হাম'লায় কোনো ধরনের হ'তাহ'ত হওয়ার ঘটনা ঘটেনি।