আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সংসদ ভবনে অস্ত্র নিয়ে হা'মলার চেষ্টা করেছেন এক ব্যক্তি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি ধ'র্ষক রাম রহিমের সমর্থক। সোমবার সকালে ধারাল অ'স্ত্র হাতে সংসদ ভবনে প্রবেশ করার চেষ্টা করেন ওই ব্যক্তি। পার্লামেন্ট থানার পুলিশ তাকে আ'টক করেছে। ঠিক কী কারণে অ'স্ত্র নিয়ে তিনি সংসদে হা'মলার চেষ্টা করেছেন তা এখনও স্পষ্ট নয়।
সোমবার সকালে ওই ব্যক্তি একটি বাইক নিয়ে হঠাৎ সংসদ ভবনে প্রবেশ করার চেষ্টা করেন বলে দিল্লি পুলিশ সূত্র জানিয়েছে। ওই ব্যক্তির কাছে একটি ধা'রাল ছু'রি ছিল। অবশ্য সে সংসদ ভবনে প্রবেশ করে কারো ওপর হা'মলা করার আগেই তাকে আটকে দিয়েছে পুলিশ।