আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং দাবি করেছেন, “ভারতে মুসলিমদের চেয়ে বেশি অ-মুসলিমরা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তি করছে”।
শনিবার মধ্যপ্রদেশের ভিন্ড শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় দিগ্বিজয় বলেন, “পাকিস্তানের আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তি মুসলমানরা কম করছেন, অ-মুসলিমরা বেশি।”
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করছে বিজেপি এবং বজরং দল, এই অভিযোগও তোলেন দিগ্বিজয়। তিনি বলেন, “বিজেপি আইএসআই-এর কাছ থেকে টাকা নিচ্ছে। সেদিকে নজর দেওয়া দরকার। আরও একটা কথা আপনাদের বলে দিই – ভারতে মুসলিমদের চেয়ে বেশি আইএসআই-এর হয়ে কাজ করছে অ-মুসলিমরা।”
মধ্যপ্রদেশের আরেক সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দিগ্বিজয়ের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, বিতর্কিত মন্তব্য করে খবরে থাকাই দিগ্বিজয়ের স্বভাব। তিনি বলেন, “উনি এবং ওর দলের নেতারা পাকিস্তানের ভাষা বলেন। পাকিস্তান তো রাহুল গান্ধীকে (কাশ্মীর নিয়ে) উদ্ধৃত করে। বিজেপি-আরএসএস এর কথা বলতে গেলে, সারা দেশ জানে তাদের দেশপ্রেমের কথা।” সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস