আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে টুকরো টুকরো করার হু'মকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। কাশ্মিরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে একের পর এক হু'মকি-ধা'মকি দিয়ে যাচ্ছেন শেখ রশিদ।
তিনি বলেন, পাকিস্তানের হাতে যে পর'মাণু বোমাগুলো রয়েছে, তার ওজন বেশি নয়। মাত্র একশ ২৫ থেকে দু'শ ৫০ গ্রাম। কিন্তু তার ব্যপকতা মা'রা'ত্মক।
তিনি আরো বলেন, যদি পাকিস্তানের ওপর যু'দ্ধ চাপানো হয়, তবে ভারতকে ২২টি টুকরো করা হবে। ওই বো'মা'গুলো ভারতের কিছু নির্দিষ্ট করা ও চিহ্নিত স্থানে ফেলা হবে, যাতে ভারত আর ঘুরে দাঁড়াতে না পারে।
এর আগেও তিনি বলেছিলেন, অক্টোবর বা নভেম্বরেই ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে পারে। এবার তিনি আরো একধাপ এগিয়ে। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শেখ রশিদ জানান, ভারত পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপের ক্ষেত্রে দুটি ভুল করে ফেলেছে।
এক, পাকিস্তানকে দুর্বল ভেবে পরমাণু বোমা বি'স্ফো'রণ ঘটিয়েছে। ভারত ভেবেছে পাকিস্তানের হাতে পর'মাণু বো'মা নেই। দুই, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছে। নয়াদিল্লি ভেবেছে কাশ্মীরিরা ভারতের সঙ্গে রয়েছে। যে ধারণা ভুল। পাকিস্তান সবসময় কাশ্মীরিদের পাশে রয়েছে।
রশিদ বলেন, জাতিসংঘের কথা শুনে কাশ্মীর নিয়ে ভারত যদি কোনো পদক্ষেপ নেয়, তবেই পাকিস্তান আলোচনার জন্য এগোবে। চাইলেই পাকিস্তানের সঙ্গে যু'দ্ধ এড়াতে পারে ভারত।